সাভারে চলন্ত বাসে ছিনতাই, ছুরিকাহত ১
- সাভার (ঢাকা) সংবাদদাতা
- ২১ ডিসেম্বর ২০২৪, ১১:১০
সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে একটি চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শামীম (৩৫) নামের এক যাত্রী গুরুতর আহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় মহসড়কের সিঅ্যান্ডবি সংলগ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলের সামনে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার কিছুক্ষণ পর ঢাকা থেকে ছেড়ে আসা ওয়েলকাম পরিবহনের একটি বাস সাভার বাসস্ট্যান্ড এলাকায় এলে ছিনতাইকারীরা যাত্রীবেশে ওই বাসে উঠে যাত্রীদের ধারালো চুরি ও দেশেীয় অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা, মোবাইল, মানিব্যাগ ও মূল্যবান সামগ্রী লুটে নেয়। এ সময় শামীম নামের এক যাত্রী ছিনতাইকারীকে ছিনতাই কাজে বাধা প্রদান করলে তার বাম হাতে, বুকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরি দিয়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয়। আর ছিনতাইকারীরা মীর মোশাররফ হোসেন হল এলাকায় বাস থেকে নেমে পলিয়ে যায়। এ সময় কিছু শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার যাত্রীকে আহতবস্থায় বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের মেডিক্যাল অফিসার মিল্টন জানান, শামীম নামের যে ব্যক্তি আমাদের এখানে সন্ধ্যার পর আসছেন তিনি ক্যাম্পাসের বাইরের। তার বাম হাত, বুকে, হাটুসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরির আঘাত ছিল। তার রক্তক্ষরণ হচ্ছিল। রোগীর সার্জারির প্রয়োজন হতে পারে। আমরা পরবর্তীতে সাভারের এনাম মেডিক্যাল কলেজে পাঠিয়েছি।
সাভার হাইওয়ে থানার উিউটি অফিসার (এসআই) আনজিল নয়া দিগন্তকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে আশুলিয়া থানা পুলিশ আসছেন। আমরা ঘাতক ওয়েলকাম বাসসহ অন্যদের জিজ্ঞাসাবাদ করছি।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। বাসটি জব্দ করে থানা হেফাজতে আছে। সন্দেহ করা হচ্ছে, এ ঘটনায় অজ্ঞাত তিন ছিনতাইকারী জড়িত আছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা