২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পূর্বাচলে গাড়িচাপা দিয়ে বুয়েটছাত্রকে হত্যা : গ্রেফতার ৩ জনের ডোপ টেস্ট

বুয়েটছাত্রকে হত্যায় গ্রেফতার তিন আসামি - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে ৩০০ ফিট সড়কে বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহতাসিম মাসুদকে (২২) চাপা দেয়া গাড়ি থেকে আটক তিনজন মদ্যপ ছিলেন বলে ধারণা করছে পুলিশ। তাদের ডোপ টেস্ট (মাদকসেবী কিনা পরীক্ষা) করা হয়েছে।

পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) ভোররাত আনুমানিক ৩টার দিকে পুলিশ চেকপোস্টে দাঁড়িয়ে থাকা অবস্থায় বুয়েট শিক্ষার্থীদের মোটরসাইকেলকে দ্রুতগতির বেপরোয়া প্রাইভেটকার সজোরে ধাক্কা দিলে এতে ঘটনাস্থলেই মোহতাসিম মাসুদ মারা যান। এ ঘটনায় তার দুই সহপাঠী অমিত সাহা ও মেহেদী হাসান গুরুতর আহত হন। আহত অমিতকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং মেহেদীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মোহতাসিম মাসুদ ফরিদপুরের আলফাডাঙ্গার মাসুদ মিয়ার ছেলে।

ঘটনার পর পুলিশ প্রাইভেটকারটির চালক মুবিন আল মামুন ও তার দুই বন্ধু মো: মিরাজুল করিম ও আসিফ চৌধুরীকে গ্রেফতার করেছে। এ সময় প্রাইভেটকারটি তল্লাশি করে পুলিশ এক ক্যান বিয়ার ও একটি খালি মদের বোতল উদ্ধার করে।

গ্রেফতার মুবিন আল মামুন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুনের ছেলে এবং প্রাইভেটকারটির রেজিস্ট্রেশনও সাবেক ওই সেনা কর্মকর্তার নামে।

এ ঘটনায় নিহত মোহতাসিম মাসুদের বাবা মাসুদ মিয়া রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন মোহতাসিম। পরে তিন বন্ধু মিলে ৩০০ ফুট সড়কে ঘুরতে যান। সেখানে নীলা মার্কেটে তারা রাতের খাবার খান। পরে বাসায় ফেরার সময় নীলা মার্কেটের অদূরে একটি পুলিশ চেকপোস্টে তাদের থামানো হয়। ভোররাত আনুমানিক ৩টার দিকে পুলিশ চেকপোস্টে দাঁড়ানো অবস্থায় বেপরোয়া গতির একটি প্রাইভেটকার সেই চেকপোস্ট অতিক্রম করে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোহতাসিম মারা যান।

পুলিশ জানায়, বুয়েট ছাত্র নিহতের ঘটনায় গ্রেফতার আসামিরা তিনজনই মদ্যপ ছিলেন বলে আমাদের ধারণা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সে কথা স্বীকারও করেছেন।

নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে ডোপ টেস্টের জন্য পাঠানো হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, এ ঘটনার প্রতিক্রিয়ায় শুক্রবার সকালে রূপগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন বুয়েট শিক্ষার্থীরা। এসময় তারা জড়িতদের সর্বোচ্চ বিচার দাবি করেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে পুলিশের তল্লাশিচৌকিতে প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মোহতাসিম মাসুদ নিহতের ঘটনায় হওয়া মামলায় গ্রেফতার তিন আসামির ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) হয়েছে। গাড়ি চালানোর সময় তিন আসামি মদ্যপ ছিলেন কি না, তা জানতে শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে তাদের ডোপ টেস্ট করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

তিনি জানান, আসামিদের মধ্যে আছেন প্রাইভেটকারের চালক মুবিন আল মামুন (২০)। তিনি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসিন্দা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুনের ছেলে। অন্য দুজন হলেন ওই গাড়িতে থাকা মিরপুর পীরেরবাগ এলাকার রিজওয়ানুল করিমের ছেলে মিরাজুল করিম (২২) এবং উত্তরা ১৩ নম্বর সেক্টরের বাহাউদ্দিন চৌধুরীর ছেলে আসিফ চৌধুরী। তারা তিনজনই শিক্ষার্থী। তাদের গাড়িটিতে তল্লাশি চালিয়ে একটি মদের খালি বোতল ও এক ক্যান বিয়ার পাওয়া গেছে।

মামলার তদন্ত কর্মকর্তা পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম জানান, দুপুরে ডোপ টেস্টের পর বেলা সাড়ে ৩টার দিকে তিন আসামিকে নারায়ণগঞ্জ আদালতে নিয়ে আসা হয়। তাদের পাঁচ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement
ইউনূসসহ ২০ জন উপদেষ্টার উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের খবর ভুয়া এটিজেএফবি’র সভাপতি তানজিম, সাধারণ সম্পাদক বাতেন নির্বাচন ইস্যুতে সরকারকে চাপে রাখতে চায় বিএনপি আল আজহার শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান প্রফেসর ইউনূসের উপদেষ্টা হাসান আরিফ আর নেই হাসিনাকে উৎখাত করে ইকোনমিস্টের বর্ষসেরা বাংলাদেশ দ্রুত নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত আমরা দুর্নীতি করব না কাউকে করতেও দেবো না : ডা: শফিক পূর্বাচলে প্রাইভেট কারের চাপায় বুয়েট ছাত্রের মৃত্যু তিনটি কর্মসূচিতে ১১৬ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক সাংবাদিকদের জন্য বিপজ্জনক ভারত!

সকল