কিশোরগঞ্জে আ’লীগ নেতা বোরহানউদ্দিন গ্রেফতার
- কিশোরগঞ্জ প্রতিনিধি
- ২০ ডিসেম্বর ২০২৪, ১৭:১৩
কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতা মো: বোরহানউদ্দিনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় সদর উপজেলার হাবিবনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মো: বোরহানউদ্দিন সদর উপজেলার বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
র্যাব-১৪-এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মো: বোরহানউদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার এজাহারভুক্ত আসামি। তার নামে গত ৭ সেপ্টেম্বর কিশোরগঞ্জ সদর মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা হয়। এ মামলায় পরোয়ানা নিয়ে তিনি পলাতক ছিলেন। গ্রেফতারের পর তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা