ছাত্র আন্দোলনে হামলাকারী আ’লীগ নেতা মামুন গ্রেফতার
- মুন্সীগঞ্জ প্রতিনিধি
- ১৯ ডিসেম্বর ২০২৪, ২৩:১৭
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ডিবজল ও রিয়াজুল ফরাজী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মামুন মাদবরকে (৫৫) গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) তাকে গ্রেফতার করে মুন্সীগঞ্জ সদর থানায় পাঠানো হয়েছে।
এর আগে, শ্রীনগর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ী এলাকা থেকে মমিনুল ইসলাম মামুন মাদবরকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া আসামী মমিনুল ইসলাম মামুন মাদবর উপজেলার কাঠালবাড়ী গ্রামের মরহুম জমশেদ মাদবরের ছেলে এবং বাঘড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
স্থানীয়রা জানান, উপজেলা বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ি, রুদ্রপাড়া, কাঠিয়া পাড়া, বৈচার পাড়, আড়িয়াল বিলসহ এ অঞ্চলের বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এ মামুন মাদবর।
শ্রীনগর থানার এসআই হাবিব জানান, ‘মামুন মাদবরকে গ্রেফতার করে মুন্সীগঞ্জ সদর থানায় পাঠানো হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা