দেশ গঠনে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে : তারেক রহমান
- মানিকগঞ্জ প্রতিনিধি
- ১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:২৬
দেশ গঠনে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দেশের জনগণের কাছে পৌঁছে দিতে হবে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মানিকগঞ্জে জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতার রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, ‘যে স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হয়েছেন, বেগম খালেদা জিয়া জুলুম-নির্যাতন সহ্য করেছেন, সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আমাদের কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘সবাইকে নিয়ে আমরা এক নতুন বাংলাদেশ গড়ে তুলব। কোন নেতাকর্মীকে বসে থাকলে চলবে না। আসুন, আমরা সবাই জনগণের কাছে আমাদের কথা বলি।’
জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতার সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপি মিডিয়া সেলের প্রধান ডা. মওদুদ আলমগীর পাভেল।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় এ প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম বাবুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, সাবেক সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান শান্ত, সহ-সভাপতি ড. খন্দকার আকবার হোসেন বাবলু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুখসানা খানম মিতু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ মেজবাহ উদ্দিন, অ্যাডভোকেট আজাদ হোসেন খান প্রমুখ।
এ কর্মশালায় প্রশিক্ষণ দেন বিএনপি নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার রানু ও অর্পণ বাংলাদেশের সভাপতি বীথিকা বিনতে হোসাইন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা