১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১, ১৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নারায়ণগঞ্জে গাড়ি চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

- ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের ফতুল্লায় আন্তঃজেলা গাড়ি চোর চক্রের মূল হোতাসহ পাচঁ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন চক্রের মূল হোতা জালকুড়ি পশ্চিমপাড়ার মোহর মাস্টারের ছেলে আতাউর রহমান (৩৫), সোনারগাঁও থানার নুনের টেকের মরহুম আসমত আলীর ছেলে সুমন মণ্ডল (৪২), জালকুড়ি পশ্চিম পাড়ার মরহুম গিয়াস উদ্দিনের ছেলে ওয়াকি (২৫), গোদনাইল সৈয়দ পাড়ার মরহুম দুলাল ভূইয়ার ছেলে বাবু ভূইয়া ও জালকুড়ি দক্ষিণ পাড়ার মো: ছানোয়ার আলীর ছেলে মো: রাজিব হোসেন (৩৬)।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার জানান, বুধবার রাত ১২টায় সাইনবোর্ডে পিবিআই অফিসের সামনে মনির মিয়ার গ্যারেজের পাশে চোরাই গাড়ি কেনাবেচা করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ আতাউর, সুমন মণ্ডল ও রাজিব হোসেনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দু’টি মোটরসাইকেল ও একটি সিএনজি উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাত ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওয়াফি ও বাবুকে গ্রেফতার করা হয়। তাদের দেখানো মতে, ওয়াফির বাসার গলি থেকে একটি চোরাই নোয়া গাড়ি ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেফতাররা আন্তঃজেলা গাড়ি চোর চক্রের পেশাদার সদস্য। তাদের বিরুদ্ধে ঢাকা-নারায়ণগঞ্জ-সহ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।


আরো সংবাদ



premium cement

সকল