১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১, ১৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কেরানীগঞ্জে ব্যাংকে কর্মকর্তাদের আটকে রেখেছে ডাকাতরা, চাচ্ছেন সেফ এক্সিট

ঘটনাস্থলে র‍্যাব, পুলিশের পাশাপাশি, সেনাবাহিনীও অবস্থান করছে - ছবি - ইন্টারনেট

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের আটকে রেখেছে ডাকাতরা।

আজ বৃহস্পতিবার দুপুরে ব্যাংকটিতে হানা দেয় ডাকাত দল। এরপর স্থানীয়রদের সহায়তায় বাইরে থেকে ব্যাংকটিকে ঘিরে ফেলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিকেল পৌনে ৫টা পর্যন্ত পরিস্থিতি একই রকম আছে বলে জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

ডাকাতদের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘সঠিক সংখ্যাটা বলতে পারছি না। আমাদের ধারণা ওরা পাঁচ-ছয়জন। ওরা তো দাবি করতেছে ওরা ১৬ জন।’

তিনি জানান, ডাকাত দলের সদস্যদের সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে।

‘যোগাযোগ হয়েছে, ফোনে কথা হচ্ছে। তারা সেফ এক্সিটসহ বিভিন্ন দাবির কথা বলছে,’ যোগ করেন এই পুলিশ কর্মকর্তা।

এখন পর্যন্ত পুলিশের কাছে তথ্য রয়েছে, ডাকাতরা পিস্তল জাতীয় ছোট অস্ত্র বহন করছে।

এদিকে রূপালী ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে বিবিসি বাংলাকে বলেন, ‘আমরা একটা পরিস্থিতির ভেতরে আছি। আইনশৃঙ্খলাবাহিনী পুলিশ, র‍্যাবসহ অন্যরা আছেন।’

সবাই নিরাপদে আছেন কি না জানতে চাইলে তিনি এক শব্দে জানান, ‘হ্যাঁ।’

ঘটনাস্থলে র‍্যাব, পুলিশের পাশাপাশি, সেনাবাহিনীও অবস্থান করছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পরবর্তী পদক্ষেপ কী হবে, তা এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি।

এদিকে ব্যাংকের চারপাশে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছেন।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
রিজার্ভের শর্ত শিথিল করল আইএমএফ ‘জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের ওপর টার্গেট কিলিং চালাচ্ছে আ’লীগ’ ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা নতুন করে তদন্তের অভিমত হাইকোর্টের হামজা চৌধুরী এখন বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার বিএনপির আ.লীগের নির্বাচন নিয়ে বদিউল আলমের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধীদের চলতি বছর পোল্ট্রি ব্রিডার শিল্পে ক্ষতি ৭৫০ কোটি টাকা কর ছাড় নিয়ে আদানির শর্ত লঙ্ঘন, চুক্তি পর্যালোচনা করতে চায় বাংলাদেশ হজ প্যাকেজের বাকি টাকা ১৫ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে দেশ গঠনে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে : তারেক রহমান পুতিন যেকোনো সময় ট্রাম্পের সাথে দেখা করতে প্রস্তুত

সকল