পূর্বাচলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২
- রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ১৮ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপ-শহরে নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুর রউফ ও শিপন নামে দু’মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এখনো নিহতদের বিস্তরিত পরিচয় পাওয়া যায়নি।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে পূর্বাচল উপ-শহরের ৩ নম্বর সেক্টরের ভুইয়াবাড়ি সেতুর কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা যমুনা ফিউচার পার্ক মার্কেটের মোবাইল ব্যবসায়ী বলে জানা গেছে।
নিহতদের বন্ধু রাকিব জানান, তাদের যমুনা ফিউচার পার্ক মার্কেটের মোইবাইলের দোকান রয়েছে। বুধবার মার্কেট বন্ধ থাকায় তারা ১২ জন মোবাইলব্যবসায়ী মিলে ছয়টি মোটরসাইকেলে করে ঢাকা থেকে তিন শ’ ফুট সড়ক হয়ে চাঁদপুরের দিকে যাচ্ছিল। এ সময় তারা পূর্বাচল ৩ নম্বর সেক্টরের ভুইয়া বাড়ি সেতুর কাছে পৌঁছালে রউফ ও শিপনের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলে রউফ ও শিপন নিহত হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত বলেন, ‘৩০০ ফুট সড়কে মোটরসাইকেল আরোহীদের জন্য একটি মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। মোটরসাইকেল আরোহীদের সড়ক আইন মেনে গাড়ি চালানোর অনুরোধ জানিয়েছেন তিনি।’
উল্লেখ্য, গত দু’দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় কাঞ্চন-কুড়িল সড়কে চারজন মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা