১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১, ১৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইজতেমা ময়দানের পাশে সংঘর্ষ চলছে

ইজতেমা ময়দানের পাশে সংঘর্ষ চলছে - নয়া দিগন্ত

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল করা নিয়ে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। আজ বুধবার বেলা ১২টায় জুবায়েরপন্থীরা ময়দানের পূর্বপাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে সাদপন্থীরা ময়দানের ভেতর থেকে বাঁশের লাঠি নিয়ে তাদের ধাওয়া দেয়।

এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ইতোমধ্যে সংঘর্ষ আশপাশের এলাকায়ও ছড়িয়ে পড়েছে।

এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকায় বিছিন্ন বিক্ষিপ্ত অবরোধ ও সংঘর্ষ চলছে। মহাসড়কের উভয়পাশে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ময়দানের চারপাশে সাঁজোয়া যান নিয়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী।

জিএমপি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা, বিজিবি, র‌্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ (এপিবিএন) আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন আছেন।


আরো সংবাদ



premium cement