দুবাইয়ে খুন : ৪৪ দিন পর ফিরল ব্যবসায়ীর লাশ
- মুন্সীগঞ্জ প্রতিনিধি
- ১৭ ডিসেম্বর ২০২৪, ২৩:২৯
দুবাইয়ে খুন হওয়ার ৪৪ দিন পর দেশে ফিরেছে শাওন নামে এক ব্যবসায়ীর লাশ।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ মহাকালি গ্রামে তার লাশ নেয়া হয়েছে।
এর আগে দুবাইয়ে ৩ নভেম্বর মধ্যরাতে খুন হন ওই ব্যবসায়ী। এ ঘটনায় দুবাই ও মুন্সীগঞ্জে হত্যা মামলা করা হয়েছে বলে জানা গেছে।
নিহতের স্ত্রী লামিয়া ইসলাম ঊর্মি জানান, ‘দুবাইয়ে শুরুতে চাকরি করলেও মারা যাবার আট মাস আগে শাওন রেস্তোরাঁ ব্যবসা শুরু করেন। পাশাপাশি গুদাম ভাড়া নিয়ে ব্যবসা করছিলেন। ওই ব্যবসার পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। বিরোধ সমাধান করতে স্থানীয়ভাবে ভিডিও কলে সালিশও হয়। রাহি ব্যবসায় পাওনা বাবদ ১০ লাখের জায়গায় শাওনকে ৮ লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত হয় সালিশে। এছাড়া রেস্তোরাঁ ব্যবসায় আরো ৭ লাখ টাকা পেতেন তিনি।’
অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন জানান, ‘এ ঘটনায় আদালতের আদেশে মুন্সীগঞ্জ সদর থানায় নিহতের মা শেফালী বেগম ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। এ ঘটনায় নৈরপুকুরপাড় গ্রামের শাহ আলমকে প্রধান আসামি করা হয়েছে। ইতোমধ্যে দুবাই পুলিশ ছয়জনকে গ্রেফতার করেছে।’
মুন্সীগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সজিব দে জানান, ‘দুবাইয়ে ময়নাতদন্ত ও আইনিপ্রক্রিয়া শেষে লাশ বাড়িতে পাঠানো হয়েছে। তবে সদর থানায় এ বিষয়ে কোনো মামলা বা লিখিত কোনো অভিযোগ তিনি পাননি। হত্যা মামলা হয়েছে বলে তিনি কিছু জানেন না।
আইনজীবী মাহবুব আলম স্বপন জানান, ‘হত্যার সুষ্ঠু বিচারে আইনিপ্রক্রিয়া চলছে। মঙ্গলবার বিকেলে কবরস্থানে শাওনের লাশ দাফন করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা