ঘিওরে ছাত্রদল নেতা লাভলুর হত্যাকারীদের বিচারের দাবি
- ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
- ১৭ ডিসেম্বর ২০২৪, ১৮:০০
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু আহম্মেদ (৪৭) হত্যা মামলায় আসামিদের গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার কুস্তা এলাকায় এ বিক্ষোভ-মিছিল ও সমাবেশ হয়েছে। মিছিলটি ঘিওর বাজারের বিভিন্ন স্থানে প্রদক্ষিণ শেষে ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূইয়া, যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম-আহ্বায়ক সাইফ সানোয়ার, তেরশ্রী ডিগ্রি কলেজের সাবেক ভিপি ফিরোজ আলম বাবু, মোশারফ হোসেন, হাবিব ইব্রাহিম সাগর ও নিহতের ভাই টিপু সুলতান প্রমুখ।
গত সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা হাসপাতালের সামনে প্রকাশ্যে দেশীয় ধারাল অস্ত্র দিয়ে লাভলু আহমেদকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই টিপু সুলতান ২০ জনকে আসামি করে ঘিওর থানায় একটি হত্যা মামলা করেন।
ঘিওর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ইতোমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে জোর তৎপরতা চালানো হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা