০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

গাজীপুরে গোডাউনের আগুনে পুড়ল কোটি টাকার মালামাল

গাজীপুরে গোডাউনের আগুনে পুড়ল কোটি টাকার মালামাল - ছবি : নয়া দিগন্ত

গাজীপুরে একটি গোডাউনে লাগা আগুনে পুড়ে গেছে কোটি টাকার ঝুট মালামাল।

সোমবার দিবাগত রাতে ১টায় নগরের কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ী ছাপড়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ঝুট গোডাউনের আগুন।

মালিক পক্ষের দাবি, আগুনে কমপক্ষে এক কোটি টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবর দিবাগত রাত একটার দিকে কাউসার হোসেনের গোডাউনে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে পাশে থাকা কবির হোসেনের গোডাউনে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

কাশিমপুর সারাবো মর্ডান ফায়ার সার্ভিস-এর সিনিয়র স্টেশন অফিসার মো: তাশারফ হোসেন জানান, ‘আগুন লাগার খবরে সারাবো মর্ডান ফয়ার স্টেশনের দু’টি এবং কোনাবাড়ী মর্ডান ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান এই কর্মকর্তা।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement