গোপালগঞ্জে অনুষ্ঠানের খাবার খেয়ে শতাধিক শিশু-কিশোর অসুস্থ
- রনি আহমেদ, কোটালীপাড়া (গোপালগঞ্জ)
- ১৬ ডিসেম্বর ২০২৪, ২৩:১৬
গোপালগঞ্জের কোটালীপাড়ায় খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব বড়দিনের প্রস্তুতিমূলক সভার অনুষ্ঠানের খাবার খেয়ে শতাধিক শিশু-কিশোর অসুস্থ হয়ে পড়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলার কান্দি ইউনিয়নের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামের এজি চার্জ মিশনের আওতায় মধ্য দক্ষিণবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের বড়দিনের প্রস্তুতিমূলক সভায় দুপুরের খাবার (বিরিয়ানি) খেয়ে অসুস্থ হয় ওই শিশুরা।
জানা গেছে, ওই সংস্থার তালিকাভুক্ত ৩২০ জন শিশু-কিশোরকে নিয়ে প্রাক-বড়দিনের অনুষ্ঠান করা হয়। তাদেরকে স্থানীয় ধারাবাশাইল বাজারের একটি হোটেল থেকে বিরিয়ানির প্যাকেট দেয়া হয়। ওই বিরিয়ানি খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে ওই শিশুরা।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার, সরকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘বড়দিনের প্রস্তুতিমূলক সভার অনুষ্ঠানে গোবিন্দ গাইনের দোকান থেকে নেয়া খাবার খেয়ে এসব বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। খাবারের ফুড পয়জনিং হতে পারে, তবে এখানে কোনো নাশকতার আশঙ্কা নেই।’
কর্তব্যরত চিকিৎসকরা জানান, ‘আমরা খাবারের স্যাম্পল নিয়ে এসে পরীক্ষা করার চেষ্টা করছি, ফুড পয়জনিং থেকে এমন ঘটনা ঘটেছে ধারণা করছি। তবে আমরা যথাযথ চিকিৎসার মাধ্যমে তাদের সেবা দিয়ে সুস্থ করার চেষ্টা করছি।’
তারা আরো জানান, ‘দুয়েকটি বাচ্চা কিছুটা বেশি অসুস্থ হলেও বেশির ভাগ বাচ্চা দ্রুততার সাথে সুস্থ হয়ে যাবে বলে আশা করছি। এখন পর্যন্ত কোনো মৃত্যু ঘটেনি।’
এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার বলেন, ‘খবর শুনে আমি তাৎক্ষণিক হাসপাতালে ছুটে এসে বাচ্চাদের খোঁজ-খবর নিয়েছি। এবং সাথে সাথে সুচিকিৎসা দেয়ার জন্য তদারকি করছি।’
এ বিষয়ে মিশন কর্তৃপক্ষের সাথে কথা বলা সম্ভব হয়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা