০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

‘জামায়াত ক্ষমতায় এলে দেশে ইনসাফ প্রতিষ্ঠার কাজ করবে’

গাজীপুর মহানগর জামায়াত আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভা - ছবি : নয়া দিগন্ত

জামায়াত ক্ষমতায় এলে দেশে ইনসাফ প্রতিষ্ঠার কাজ করবে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীন বলেছেন, ‘জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে হক, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে কাজ করবে। দেশের জনগণ যদি আমাদেরকে সেবা করার সুযোগ দেয় তাহলে আমরা দেশকে ক্ষুধা, দারিদ্র ও বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলব, ইনশাআল্লাহ।’

সোমবার (১৬ ডিসেম্বর) বাদ আসর টঙ্গী আদমজি মাঠে গাজীপুর মহানগর জামায়াত আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীন বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, কোনো অশুভ শক্তি যেন জনগণকে দেয়া সরকারের ওয়াদা থেকে বিচ্যুত করতে না পারে। কোনো কুচক্রিমহল যদি দেশকে বিদেশী কোনো প্রভূর কাছে বিলিয়ে দেয়ার ষড়যন্ত্র করে তাহলে আবু সাঈদ ও মুগ্ধদের মতো আগামী দিনেও জামায়াতে ইসলামী এবং এদেশের জনতা সকল অন্যায়কে রুখে দাঁড়াবে।’

মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো: আফজাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য মো: খায়রুল হাসান, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ হোসেন আলী, গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, মহানগর জামায়াত নেতা আবু সিনহা নুরুল ইসলাম মামুন, নেয়ামত উল্লাহ শাকের, টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমির মো: নজরুলল ইসলাম, টঙ্গী পশ্চিম থানা আমির মো: আনোয়ার হোসেন ভূঁইয়া, জামায়াত নেতা অধ্যাপক ডা. আমজাদ হোসেন প্রমুখ।

মহানগর জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য মো: খায়রুল হাসান বলেন, ‘গোটা জাতি এতো দিন অবরুদ্ধ ছিল। ফ্যাসিবাদী সরকার দেশটাকে বৃহৎ কারাগারে পরিণত করছিল। এই অবস্থা থেকে মহান আল্লাহ আমাদের মুক্তি দিয়েছেন। এই মুক্তি পাকাপোক্ত করার জন্য দেশের ১৮ কোটি মানুষকে সাথে নিয়ে এই লড়াইয়ের চূড়ান্ত লক্ষ্যে আমাদের পৌঁছতে হবে।’


আরো সংবাদ



premium cement
রাবিতে ফল প্রকাশের ৭ দিন পরেই পাওয়া যাবে সনদ আমেরিকার এক-পঞ্চমাংশ এইচ-১বি ভিসাই ভারতীয় সংস্থাগুলোর কাছে! পাবনায় টুকুর জামিন নামঞ্জুর, শিক্ষার্থীদের জুতা ও ডিম নিক্ষেপ হ্যাটট্রিক শিরোপা জয় পিএসজির সৌদিতে বিশ্বের দীর্ঘতম চালকবিহীন ট্রেন চালু সাবেক এমপি শিমুল ও তার স্ত্রীর নামে দুর্নীতির মামলা ব্লিঙ্কেনের দ. কোরিয়া সফরকালে উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ গজারিয়ায় কলিম উল্লাহ কলেজে নবীনবরণ অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান নোট-গাইড ছাপা বন্ধে ভ্রাম্যমাণ আদালত চালানোর নির্দেশ মনপুরার মেঘনায় অবৈধ ১৬ চাই জাল আটক পাঠ্যপুস্তকে আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল, জড়িতদের অপসারণের দাবি

সকল