১৭ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভাঙ্গায় বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

-

ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাতনামা একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার নওপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খন্দকার মামুনুর রহমান (৪৫) ও দীপক কাপাসিয়া গোপি (৩৫)।

মামুন ফরিদপুরের সদর উপজেলার পশ্চিম আলীপুর মহল্লার খন্দকার বজলুর রহমানের ছেলে এবং দীপক চরভদ্রাসন উপজেলার খালাসীর ডাঙ্গী গ্রামের পরশ কাপাসিয়ার ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহের বাকী ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, অজ্ঞাত বাসটি অনুসন্ধান করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement