নারায়ণগঞ্জের সাবেক এমপি এস এম আকরামের ইন্তেকাল
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- ১৬ ডিসেম্বর ২০২৪, ১৯:০৮
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আকরাম আর নেই। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিক ও কিডনি রোগে ভুগছিলেন।
সোমবার দুপুর ৩টায় রাজধানী ঢাকার বনানী এলাকায় অবস্থিত তার নিজ বাসভবনে মারা যান এস এম আকরাম। তিনি বন্দরের আলী নগর গ্রামের সন্তান। তার বাবার নাম হাজী পিয়ার মোহাম্মদ মাস্টার।
জানা গেছে, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের পাশাপাশি কর্মজীবনেও সফল ছিলেন তিনি। এস এম আকরাম নাগরিক ঐক্যের উপদেষ্টা এবং নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ পাবলিক একাউন্স কমিটির চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের মেম্বার, সরকারী স্থায়ী কমিটির চেয়ারম্যানসহ আরো অনেক গুরুত্বপূর্ণ পদে ছিলেন উচ্চ পদস্থ এই সরকারি আমলা। ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি নির্বাচিত হন তিনি।
সবশেষ গত ২০২২ সালের ১৬ জানুয়ারি সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের পক্ষে প্রচারণায় এসেছিলেন আকরাম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা