দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : জয়নুল আবেদিন
- মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা
- ১৬ ডিসেম্বর ২০২৪, ১৮:৫০
বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদিন মেসবাহ বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কোনো অপকৌশলে যেন দেশকে বিপদে ফেলতে না পারে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশ আমাদের সকলের, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের মোকাবেলা করতে প্রস্তুত থাকতে হবে।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আগামী দিনের মুকসুদপুর হবে বিএনপির ঘাটি। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য বিএনপির হয়ে কাজ করতে হবে।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহাজ্জাদ মহসিন খিপু মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিব জান মিয়া ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম লিটুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কৃষকদলের আহ্বায়ক সাজ্জাদুল আলম রিপন, বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি সৈয়দ কামরুজ্জামান টুটুলসহ উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপিসহ অনান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা