গাজীপুরে জামায়াতের বিজয় র্যালি ও সমাবেশ
- মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
- ১৬ ডিসেম্বর ২০২৪, ১৬:৫২
মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর সদর মেট্রো থানা জামায়াতের উদ্যোগে বিশাল বিজয় র্যালি ও সমাবেশ করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) র্যালিটি গাজীপুর মহানগরের প্রাণকেন্দ্র জয়দেবপুর বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে ঐতিহাসিক রাজবাড়ী মাঠে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের কর্ম পরিষদ সদস্য, মেট্রো সদর থানার আমির, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবীর সভাপতিত্বে ও মেট্রো সদর থানা নায়েবে আমির সাদেকুজ্জামান খানের সঞ্চালনায় র্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীন।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খায়রুল হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হোসেন আলী, গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আফজাল হোসেন, আজহারুল ইসলাম মোল্লা মেট্রো সদর থানা নায়েবে আমির সাদেকুজ্জামান খান, জালাল উদ্দিন, আব্দুর রব গাজী, মেট্রো সদর থানা সহকারী সেক্রেটারি তারিকুজ্জামান, মাওলানা আবু তাহের, মাওলানা মাহফুজউল্লাহ, এ এফ এম জাহিদ আহমেদ ও থানা কর্মপরিষদ সদস্যরাও বক্তব্য দেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা