১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যুবলীগ নেতার ফিলিং স্টেশন থেকে শিশুর লাশ উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ফিলিং স্টেশনের পরিত্যক্ত ট্যাংক থেকে জুনায়েদ (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করছে ফায়ার সার্ভিস।

রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাঁসাড়া ফিলিং স্টেশনের ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে, এদিন সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা ট্যাংকে লাশটি দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। ফায়ার সার্ভিস কাজ শুরু করার আধা ঘণ্টা পরে ট্যাংকের গ্যাস বিস্ফোরণ ঘটে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে ফায়ার সার্ভিসের পাঁচজন কর্মী ও একজন পুলিশ সদস্য আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ কারণে উদ্ধার কার্যক্রম বিলম্বিত হয়।

জুনায়েদ হাঁসাড়া নয়াপাড়া এলাকার নুরু শেখের ছেলে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশিকা কবির বলেন, এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিনজনকে চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে একজন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

স্থানীয়রা জানায়, হাঁসাড়া উইনিয়ন যুবলীগের সভাপতি সাব্বির আহমেদ নাসিমের মালিকানাধীন ফিলিং স্টেশনটি প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে। এটি পুনরায় চালু করার জন্য ট্যাংক পরিস্কারের কাজ চলছিল। কিন্তু কী কারণে এর মুখ খোলা রাখা হয়েছিল তা কেউ বলতে পারছে না। সেখানে আলমপুরের রাহাত (১২), হাঁসাড়ার জুনায়েদসহ (১০) আরো এক শিশু কাজ করতো এবং রাতে ঘুমাতো। জুনায়েদের লাশ উদ্ধার করা হলেও বাকি দুইজনকে পাওয়া যাচ্ছে না। রাত ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ চলমান রয়েছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকাজ চলমান রয়েছে। এ ঘটনায় একজন পুলিশ সদস্যসহ ছয়জন আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement
লাখো পর্যটকে মুখরিত পাথুরে গাথা ইনানী সমুদ্র সৈকত জামায়াত আধুনিক কল্যাণ রাষ্ট্র উপহার দিতে বদ্ধপরিকর : মোহাম্মদ সেলিম উদ্দিন পতিত স্বৈরাচার-দোসরদের বিচার সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত : প্রধান উপদেষ্টা ‘আমাদের শপথ হোক বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণের’ গাংনীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্ত্রী নিহত, স্বামী আহত নির্বাচনের ধারণা নয়, নির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবদলকর্মী নিহত ৫৩ বছরেও প্রত্যাশা অনুযায়ী প্রতিফলন ঘটেনি : ড. ইরান বাংলাদেশের ৫৩ বছরে এরকম রাজনৈতিক ঐক্যমত তৈরি হয়নি : নুর বিজয় দিবস উপলক্ষে কোয়ালিটি এডুকেশন কলেজের পিঠা উৎসব স্বাধীনতার বিজয়কে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল আ’লীগ : শিবির সভাপতি

সকল