দেলদুয়ারে বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা
- দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা
- ১৫ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৭
টাঙ্গাইলের দেলদুয়ারে বিজয় দিবস উপলক্ষে ছয় শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেয়া হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার দেউলী ইউনিয়নের টেউরিয়া প্রাথমিক বিদ্যালয়ে নাগরপুরের ডা. আনিস খান আই কেয়ারের সৌজন্যে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসেন জাহাঙ্গীরের সহায়তায় বিভিন্ন বয়সী ছয় শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধ, চশমা ও চোখের সানি অপারেশনসহ বিভিন্ন চিকিৎসা সেবা দেয়া হয়।
এ সময় স্থানীয়রা বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চিকিৎসা সেবা ক্যাম্পিংয়ের আয়োজক ইমরান হোসেন জাহাঙ্গীর জানান, জনকল্যাণে আমাদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কর্মসূচি অব্যাহত থাকবে।
ডা. আনিস খান আই কেয়ারের মালিক ড. আনিস খান বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে মহান বিজয় দিবস উপলক্ষে আমরা এই চিকিৎসাসেবা কর্মসূচির আয়োজন করেছি। ইতোপূর্বেও আমরা ক্যাম্পিংয়ের মাধ্যমে নাগরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছি। আমাদের সেবা কর্মসূচি অব্যাহত থাকবে।
এই কর্মসূচিতে উপজেলা বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা