নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত কলেজেছাত্রের মৃত্যু
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- ১৫ ডিসেম্বর ২০২৪, ১০:০১
নারায়ণগঞ্জ শহরের দেওভোগে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত কলেজছাত্র সীমান্তের (২০) মৃত্যু হয়েছে।
শনিবার রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
সীমান্ত শহরের দেওভোগ পাক্কা রোড এলাকার বাসিন্দা হাজী আলমের ছেলে এবং রাজধানীর একটি বেসরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
জানা গেছে, বৃহস্পতিবার ভোরে কলেজে যাওয়ার পথে দেওভোগের মিন্নত আলী মাজারের সামনে ছিনতাইকারীদের আক্রমণের শিকার হন সীমান্ত। ছিনতাইকারীরা তার ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। পরে তারা তার মাথা, পেট ও পায়ে ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরউদ্দিন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।’