১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভারতের মিডিয়ায় অপপ্রচারে ক্ষোভ ঝাড়লেন সনাতনীরা

ভারতের মিডিয়ায় অপপ্রচারে ক্ষোভ ঝাড়লেন সনাতনীরা - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা-নির্যাতনের ভিত্তিহীন বক্তব্য প্রচার ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক উল্লেখ করে এসবের তীব্র নিন্দা করে ক্ষোভ ঝেড়েছেন সনাতন ধর্মাবলম্বীরা।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সম্পর্কিত এক মতবিনিময় সভায় তারা এ প্রতিক্রিয়া দেখান।

এ সময় জেলা পূজা উদযাপন কমিটির নেতা ননি গোপাল বিশ্বাস বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের পর শেখ হাসিনা পালিয়ে গেছে। তিনি এখন বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের পূঁজি করে জঘন্য রাজনীতির নতুন পর্ব শুরু করেছেন। ভারতের কিছু মিডিয়া ওই দেশে যাওয়া কতিপয় ব্যক্তির যে সাক্ষাৎকার প্রচার করছে তার সাথে বাস্তবতার কোনো মিল নেই।’

তিনি বলেন, ‘দেশকে ভালবাসলে তারা দেশের বিরুদ্ধে এমন মিথ্যাচার করতে পারত না। আমরা হিন্দু-মুসলিম মিলেমিশে ভালো আছি। আমরা এ দেশের হিন্দুদের ওপর অত্যাচার-নির্যাতনের এসব বানোয়াট কাহিনী প্রচারের তীব্র নিন্দা জানাই।’

স্থানীয় যুবদলের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু।

এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: মোফাজ্জল শেখ। অন্যদের মধ্যে বক্তব্য দেন চৌধুরী বাড়ি দূর্গা পূজা ও লোকনাথ মন্দিরের পুরোহিত যোগেশ ব্যানার্জি, যুবদলের নেতা দেলোয়ার হোসেন দিদার, শহিদুল ইসলাম টুটুল, ছাত্রদলের শাহরিয়ার হোসেন জুয়েল প্রমুখ।


আরো সংবাদ



premium cement