‘ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নেই’
- মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা
- ১৪ ডিসেম্বর ২০২৪, ১৮:০৪
ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নেই মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, ‘তাদের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। সেসব নিয়ে তাদের কোনো অনুশোচনা নেই। অথচ তারা বাংলাদেশের বিষয় নিয়ে অস্থিরতা দেখাচ্ছে। নির্বাচনের আগে ভারত আওয়ামী লীগের পক্ষ নিয়েছিল। এখন তারা শেখ হাসিনাসহ তার দোসরদের জায়গা দিয়েছে।’
শনিবার (১৪ ডিসেম্বর) নরসিংদীর মনোহরদী বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জানা গেছে, উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়েছে।
এ সময় সমাবেশ শেষে আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের নেতৃত্বে মিছিলটি মনোহরদী বাসস্ট্যান্ড থেকে বের হয়। পরে বিভিন্ন সড়ক ঘুরে আবার বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এ সময় রাষ্ট্রকাঠামো পরিচালনায় বিএনপির ৩১ দফা প্রচারপত্র বিলি করা হয়।
জুয়েল বলেন, ‘বাংলার মাটিতে আর কোনো স্বৈরাচার ও আধিপত্যবাদের জায়গা দেয়া হবে না। যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে বাঁধা হয়ে দাঁড়াবে তাদেরকে কঠোরভাবে দমন করা হবে। বিগত অবৈধ সরকারের সাথে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক ছিল না। তাদের আনুগত্য ছিল ভারতের সাথে।’
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আব্দুল খালেক মিয়ার সভাপতিত্বে এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুদল হকের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বিপ্লব, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আল মামুন, মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম বাছেদ মোল্লা ভুট্টো, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেহান উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সেন্টু আজমল ভুইঁয়া, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রধান, মনোহরদী পৌর বিএনপি নেতা আকরাম হোসেন, শফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাম্মির রহমান টিপু, উপজেলা যুবদলের আহ্বায়ক নাদিম মাহমুদ বায়েজিদ, কৃষকদলের আহ্বায়ক আলী আকবর, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্যসচিব মোজাম্মেল হক উজ্জ্বল, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করুন আকন্দ, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্যসচিব মাহফুজুর রহমান প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা