চার স্তরের নিরাপত্তা থাকবে জাতীয় স্মৃতিসৌধে : ডিআইজি ঢাকা রেঞ্জ
- আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা
- ১৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৮
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টায় নবীনগরে জাতীয় স্মৃতিসৌধে পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি জানান, নিরাপত্তা ব্যবস্থা শুধু স্মৃতিসৌধ কেন্দ্রিক নয়, আশেপাশের যে জেলাগুলো আছে অর্থাৎ মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও গাজীপুর মেট্রো এলাকা নিরাপত্তা বলয়ে চলে আসবে।
এ সময় তিনি বলেন, ‘এ মুহূর্তে স্মৃতিসৌধে বহিরাগতদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হবে স্মৃতিসৌধ এলাকা। যেকোনো অপরিচিত ব্যক্তিকে দেখলেই তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে।’
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোস্তাফিজুর রহমান, ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির, আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিকসহ পুলিশের কর্মকর্তারা।
উল্লেখ্য, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পুরোপুরি সাভারের জাতীয় স্মৃতিসৌধকে প্রস্তুত করা হয়েছে। দিনের প্রথম প্রহরে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, রাজনীতিবিদ, কূটনীতিকসহ সর্বস্তরের মানুষ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা