১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বারিতে কৃষি যন্ত্রপাতির অংশীজনের সন্নিবদ্ধ কর্মশালা

বারিতে কৃষি যন্ত্রপাতির অংশীজনের সন্নিবদ্ধ কর্মশালা - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং (এফএমপিই) বিভাগের আয়োজনে কৃষি যন্ত্রপাতির অংশীজনের সন্নিবদ্ধ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) বারির এফএমপিই বিভাগের সেমিনার কক্ষে এ আয়োজন করা হয়।

কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডি) প্রকল্প এর আওতায় এ আয়োজন করা হয়েছে।

বারির মহাপরিচালক ড. মো: আব্দুল্লাহ ইউছুফ আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) মো: মাহবুবুল হক পাটওয়ারী। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম।

এ সময় অনুষ্ঠানে বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদ, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো: মনিরুল ইসলাম, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. এফ এম আবদুর রউফ, সাবেক পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো: আবু হেনা ছরোয়ার জাহান এবং বারির বিভিন্ন কেন্দ্র/বিভাগ/শাখার সিনিয়র বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রকল্পের কার্যক্রমের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (এফএমপিই বিভাগ) ও প্রকল্প পরিচালক এফএমডি প্রকল্প ড. মো: নূরুল আমিন।


আরো সংবাদ



premium cement