বারিতে কৃষি যন্ত্রপাতির অংশীজনের সন্নিবদ্ধ কর্মশালা
- মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
- ১৪ ডিসেম্বর ২০২৪, ১৬:১৯
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং (এফএমপিই) বিভাগের আয়োজনে কৃষি যন্ত্রপাতির অংশীজনের সন্নিবদ্ধ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) বারির এফএমপিই বিভাগের সেমিনার কক্ষে এ আয়োজন করা হয়।
কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডি) প্রকল্প এর আওতায় এ আয়োজন করা হয়েছে।
বারির মহাপরিচালক ড. মো: আব্দুল্লাহ ইউছুফ আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) মো: মাহবুবুল হক পাটওয়ারী। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম।
এ সময় অনুষ্ঠানে বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদ, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো: মনিরুল ইসলাম, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. এফ এম আবদুর রউফ, সাবেক পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো: আবু হেনা ছরোয়ার জাহান এবং বারির বিভিন্ন কেন্দ্র/বিভাগ/শাখার সিনিয়র বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রকল্পের কার্যক্রমের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (এফএমপিই বিভাগ) ও প্রকল্প পরিচালক এফএমডি প্রকল্প ড. মো: নূরুল আমিন।