কালীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে উলামা পরিষদের বিক্ষোভ
- কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
- ১৪ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৬
গাজীপুরের কালীগঞ্জে ‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে কালীগঞ্জ উলামা পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ হয়।
কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শত শত ছাত্র-জনতা এতে অংশ নেন।
আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
কালীগঞ্জ উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি ইমদাদুল হকের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা উলামা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মুফতি মাহফুজুর রহমান।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা উলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা মোশারফ হোসেন, প্রচার সম্পাদক মাওলানা আবু হানিফ, ইমাম ও খতিব মাওলানা ফেরদৌস খান ও স্থানীয়রা।
পরে আইনজীবী সাইফুলের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা