বদলি হলেন সদরপুরের ইউএনও আল মামুন
- ফরিদপুর প্রতিনিধি
- ১৩ ডিসেম্বর ২০২৪, ২৩:১৪
ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনকে বদলির আদেশ কার্যকর করা হয়েছে। তাকে গাইবান্ধায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের এক অফিস আদেশের চিঠির বরাতে এ তথ্য জানা গেছে।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান সদরপুরের ইউএনও আল মামুনকে বদলি করার জন্য নির্দেশ দেন।
‘আওয়ামী লীগ ফিরে আসবে’ এমন মন্তব্য করা নিয়ে তীব্র ক্ষোভের মুখে পড়েন সদরপুরের ইউএনও আল মামুন। গত বুধবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভায় আল মামুনের বিরুদ্ধে এমন মন্তব্য করার অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আনিসুর রহমান সজল।
১১ ডিসেম্বর স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২১ নভেম্বর ২০২৪ তারিখের প্রজ্ঞাপনে আল মামুনকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। তাকে বদলি করা কর্মস্থলে যোগদানের নিমিত্ত ১১ ডিসেম্বর বিকেলে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করা হলো। তিনি তার দায়িত্ব সদরপুরের সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিনের কাছে হস্তান্তর করবেন।
যদিও আল মামুন তার বিরুদ্ধে আনা ওই অভিযোগ অস্বীকার করে পরে জানিয়েছিলেন, ‘গত ৩০ নভেম্বর সদরপুর উপজেলা সম্মেলন কক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়। ওখানে ছাত্রদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলন। তারা সবাই জানেন আমি এ ধরনের কোনো কথা বলিনি। ছাত্র আন্দোলনের ওই প্রতিনিধি কেন আমার বিরুদ্ধে এ অভিযোগ করেছেন তা আমার বোধগম্য নয়।’
আল মামুন আরো জানান, ‘তিনি সদরপুরের ইউএনওর পদ থেকে তাকে অবমুক্ত করা সংক্রান্ত আদেশ বৃহস্পতিবার বিকেলে পেয়েছেন।’
সদরপুরের সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন বলেন, ‘ইউএনও মামুনকে গাইবান্ধায় বদলি করা হয়েছে। এছাড়া গতকাল বৃহস্পতিবার আমাকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা