১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাভারে দিন-দুপুরে চলন্ত বাসে ডাকাতি

সাভারে দিন-দুপুরে চলন্ত বাসে ডাকাতি - ছবি : নয়া দিগন্ত

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় শুক্রবার দিন-দুপুরে চলন্ত ঠিকানা পরিবহনে ডাকাতির অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী যাত্রীদের সহযোগিতায় বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী যাত্রীদের মাধ্যমে জানা যায়, নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চন্দ্রার উদ্দেশে ছেড়ে আসা ঠিকানা পরিবহনের একটি বাস দুপুরে সাভার রেডিও কলোনী এলে একজন যাত্রী উঠে। এ সময় ড্রাইভার বাসটি খুবই শ্লো চালিয়ে মহাসড়কের ডানপাশ মাঝলেন দিয়ে যাওয়ার কথা থাকলেও তা না করে বামপাশ দিয়ে চালিয়ে গেলে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি)’র সামনে যায়। এ সময় কয়েকজন যুবক এক সাথে বাসে উঠে চাকুসহ দেশীয় অস্ত্র ঠেকিয়ে বাসে থাকা প্রথমে এক যাত্রীর কাছ থেকে ৬০ হাজার টাকা, ব্যাংক থেকে উঠিয়ে নিয়ে আসা অপর আরেক ব্যক্তির কাছ থেকে নগদ টাকা, কারো কাছ থেকে ১০ হাজার, ৫ হাজার টাকা এবং মোবাইলসহ যাত্রীদের সর্বস্ব লুটে নেয় ডাকাত দলটি। ভুক্তভোগীদের পক্ষ থেকে এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।

রেডিও কলোনী থেকে বাসে উঠা এক যাত্রী বলেন, তিনি বাসে উঠলে একটি ছেলে সিট থেকে উঠে তাকে বসার জন্য ব্যবস্থা করে দেয়। ওই ছেলে পেছনে গিয়ে বসলে তার পাশে অপর আরেকটি ছেলে বসেন। রেডিও কলোনীতে বাসটি অনেক সময় দাঁড় করিয়ে রাখেন। পরে বাসটি মহাসড়কের ডান পাশের মাঝলেন দিয়ে যাওয়ার কথা থাকলেও তা না করে বাম পাশ দিয়ে শ্লো করে যাওয়ার সময় বেশ কয়েকজন বাসে উঠে বিপিএটিসি এলাকা সংলগ্ন সিঅ্যান্ডবি গেলে ধারালো চাকুসহ দেশীয় অস্ত্র দিয়ে যার কাছে যা ছিল সব লুটে নেয়।

তিনি আরো জানান, বাসটি থানায় নিয়ে আসা হয়েছে এবং মালিকপক্ষ থেকে খবর দেয়া হয়েছে।

সাভার মডেল থানার (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া নয়া দিগন্তকে জানান, এ ব্যাপারে আমরা কাজ করছি। যাত্রীদের টাকা লুটে নেয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি জানান, আমরাও তা জানতে পারেছি।


আরো সংবাদ



premium cement