নবাবগঞ্জে ভারতীয় পণ্য বর্জনে বিএনপির বিক্ষোভ সমাবেশ
- নবাবগঞ্জ (ঢাকা) সংবাদাতা
- ১২ ডিসেম্বর ২০২৪, ২৩:২৩
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির ষড়যন্ত্রের প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনের ঘোষণায় 'দেশীয় পণ্য কিনে হোন ধন্য' স্লোগানে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
এ সমাবেশে আরো বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: আব্দুস সালাম, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, যুগ্ম-সম্পাদক ইউনূস আলী খান, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূইয়া, নবাবগঞ্জ উপজেলা মহিলা দলের শাহীনুর আলম, দোহার উপজেলা মহিলা দলের সভাপতি সম্পা আক্তার, সাধারণ সম্পাদক মিনু আক্তার, যুগ্ম-সম্পাদক রুবিনা রাজ, যুবদল নেতা রায়হানুল ইসলাম রাহিন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইশতিয়াক আহমেদ চৌধুরী, দোহার নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি কাজী মেহেদী হাসান তপু প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা