১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি ব্র্যান্ড বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করব : ভিসি

রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত - ছবি : নয়া দিগন্ত

জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি ব্র্যান্ড বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করব মন্তব্য করে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, ‘এদেশের শিক্ষাব্যবস্থা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য শিক্ষকদের প্রশিক্ষণের বিকল্প নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষ হবে পরীক্ষার বর্ষ ও সংস্কারের বর্ষ।’

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজশাহী কলেজের অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পর্যায়ের কলেজ শিক্ষকদের কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্টের (সিপিডি) তৃতীয় ব্যাচের পাঁচ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় তিনি শিক্ষকদের উদ্দেশে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সালেহ হাসান নকীব, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু: যহুর আলী এবং কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট (সিপিডি) প্রশিক্ষণের তৃতীয় ব্যাচের কোর্স উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চের অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক সালমা পারভীন সভাপতিত্ব করেন।

আঞ্চলিক পর্যায়ের কলেজ শিক্ষকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২৩টি সরকারি এবং ১৭টি বেসরকারি কলেজের ২৮ জন পুরুষ এবং ১২ জন নারী শিক্ষকের অংশগ্রহণে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

পাঁচ দিনের এই প্রশিক্ষণে রিসোর্চ পারসন ছিলেন রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ওয়াসিম মো: মেজবাহুল হক এবং সুনামগঞ্জ সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো: আহসান শহীদ আনসারী।

পরে অনুষ্ঠান শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের হাতে প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট তুলে দেন প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল