সাভারে ন্যূনতম মজুরি বাস্তবায়নে ট্যানারীতে শ্রমিক সমাবেশ
- সাভার (ঢাকা) সংবাদদাতা
- ১২ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৮
সাভারের হেমায়েতপুরে ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে বিসিক চামড়া শিল্পনগরী ট্যানারীতে ওয়ার্কার্স ইউনিয়নের কার্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় ট্যানারী শিল্পের শ্রমিকদের ৫টি গ্রেডে ঘোষিত ৫ম গ্রেডের ন্যূনতম মজুরি ১৮ হাজার এক টাকা বাস্তবায়নের দাবি জানান বক্তারা।
দুপুরের পর বিভিন্ন কারখানা থেকে ট্যানারীর সমাবেশে ছোট ছোট মিছিল নিয়ে আসতে থাকে চামড়া শিল্পের শ্রমিকরা।
ট্যানারী ওয়ার্কার্স ইউনয়নের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, ‘অন্তর্বর্তী সরকার ট্যানারী শ্রমিকদের ন্যূনতম মজুরি গত ২১ নভেম্বর শ্রম ও কর্মস্থান মন্ত্রণালয় পাস করলেও মালিক পক্ষ ১ম গ্রেড থেকে ৫ম গ্রেড পর্যন্ত একই গ্রেডে মজুরি দেয়ার পায়তারা করছে। যদিও ১ম গ্রেডের মজুরি ৩৪ হাজার একশত ৬৮ টাকা।’
এ সময় ব্যানারে শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত লেখা দেখা যায়। সমাবেশে বক্তব্য রাখেন ট্যানারী ওয়ার্কার্স ইউনয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সহ-সাধারণ সম্পাদক এটিএম লিয়াকত হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল রহিমসহ শ্রমিক নেতারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা