গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
- গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
- ১১ ডিসেম্বর ২০২৪, ২২:৩৫
রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে সদ্য যোগদানকৃত ৪৬ জন নবীন শিক্ষককে বরণ ও ২৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নাসরিন আক্তার ইতির সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: আসাদুজ্জামন।
বিশেষ ছিলেন গোয়ালন্দ ইউ আর সি ইনস্ট্রাক্টর মো: নজরুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: আসাদুজ্জামান খান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক বাবর আলী, প্রধান শিক্ষক সুশীল কুমার দাস, প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক নাসির উদ্দিন, প্রধান শিক্ষক মো: শাজাহান শেখ, বক্তব্য রাখেন চরবালিয়াকান্দী সরকারী প্রাথমিক শিক্ষক আব্বাস আলী মোল্লা শাজাহান বিশ্বাস প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা