সাবেক কৃষিমন্ত্রীকে আদালতে নেয়ার সময় পুলিশভ্যানে ডিম নিক্ষেপ
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ ডিসেম্বর ২০২৪, ২২:১৮
টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে আদালতে নেয়ার সময় শিক্ষার্থীরা তাকে বহন করা পুলিশভ্যানে ডিম নিক্ষেপ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ দিন আদালতে আব্দুর রাজ্জাকের জামিন আবেদনের ওপর শুনানি ছিল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল আমিনসহ কয়েকজন বলেন, ‘সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে ইমন হত্যা মামলায় আদালতে তোলার খবরে আমরা আদালত চত্বরে উপস্থিত হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকি। পরে তাকে আদালতে তোলার জন্য আনা হলে প্রায় ১০ মিনিট অপেক্ষা করে গাড়ি ফেরত নিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা বাধা দেয়। এরপর পুলিশের সাথে ধস্তাধস্তি হয়।’
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম রিপন জানান, ‘সাবেক কৃষিমন্ত্রীকে জামিন শুনানির জন্য আদালতে আনা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। তাকে কারাগারে নেয়ার সময় পুলিশকে বাধা দেন শিক্ষার্থীরা। পরে পুলিশ লাঠিচার্জ করে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা