১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের জামিন নামঞ্জুর

সাবেক-মন্ত্রী-ড.-আব্দুর-রাজ্জাকের-জামিন-নামঞ্জুর - ছবি : নয়া দিগন্ত

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনে কলেজছাত্র ও সমন্বয়ক ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর আমলী আদালতের বিচারক সোহেল ম্রং তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আব্দুর রাজ্জাককে আদালতে আনা হলেও তাকে জামিন শুনানির সময় এজলাস কক্ষে তোলা হয়নি। আদালত ভবনের নিচ থেকে তাকে কারাগারে নেয়ার সময় উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্ররা প্রিজনভ্যানের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করেন বলে জানা গেছে।

পুলিশ ছাত্রদের ওপর পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ করেন তারা। এ সময় পুলিশের সাথে তাদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। যে পুলিশ সদস্য লাঠিচার্জ করেছে তাকে দ্রুততম সময়ে বরখাস্তের দাবি জানান ছাত্ররা। না হয় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ সময় প্রিজনভ্যানে থাকা আব্দুর রাজ্জাককে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন কেউ কেউ। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

টাঙ্গাইল জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো: শফিকুল ইসলাম রিপন জানান, ‘টাঙ্গাইলের মির্জাপুরে কলেজছাত্র ও সমন্বয়ক ইমন হত্যা মামলার তারিখ ছিল বুধবার। বিকেলে এ মামলার প্রধান আসামি ড. আব্দুর রাজ্জাককে আদালতে আনা হয়। কিন্তু নিরাপত্তাজনিত কারণে তাকে এজলাস কক্ষে হাজির করা হয়নি। তার অনুপস্থিতিতেই আদালতে জামিন শুনানি হয়। তার পক্ষে টাঙ্গাইল বার সমিতির সভাপতি অ্যাডভোকেট শামীমুল আক্তার জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধীতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল ম্রং জামিনের আবেদন নামঞ্জুর করে দেন।

সরজমিনে দেখা গেছে, ‘কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজনভ্যানে করে ড. আব্দুর রাজ্জাককে বিকেল সোয়া ৪টার দিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সামনে আনা হয়। আব্দুর রাজ্জাককে আদালতে আনা হচ্ছে এমন খবরে আগে থেকে বৈষম্যবিরোধী ছাত্ররা আদালত ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় আব্দুর রাজ্জাকের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।’

টাঙ্গাইলের সমন্বয়ক মনিরুল ইসলাম বলেন, ‘ইমন হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রাজ্জাককে আদালতে আনা হলেও তাকে প্রিজনভ্যান থেকেই নামানো হয়নি। আমরা তখন শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলাম। একপর্যায়ে তাকে বহনকারী প্রিজনভ্যানটি ঘুরিয়ে চলে যেতে চাইলে আমরা দৌঁড়ে গাড়ির সামনে গিয়ে তার বিচারের দাবিতে বিক্ষোভ করতে থাকি। তখন একজন পুলিশ সদস্য আমাদের ওপর লাঠিচার্জ করেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ওই পুলিশ সদস্যকে শেখ হাসিনার প্রেতাত্মা আখ্যা দিয়ে অনতিবিলম্বে তাকে চাকরি থেকে বরখাস্ত করার দাবি জানান তিনি। এ সময় অন্য সমন্বয়করাও একই দাবি জানান।

এ ঘটনার বিষয়ে সাংবাদিকরা উপস্থিত পুলিশ কর্মকর্তাদের মতামত জানতে চাইলে কেউ মিডিয়ার সামনে কথা বলেনি।


আরো সংবাদ



premium cement
রাজধানীতে গাঁজাসহ ৪ মাদককারবারি গ্রেফতার আরাকান আর্মির নিয়ন্ত্রণে সীমান্ত এলাকা, কী প্রভাব পড়বে বাংলাদেশে? নৌ নেতৃত্ব গঠনে মেরিন একাডেমিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ভালুকায় এক শাড়িতে ঝুলছিল স্বামী-স্ত্রীর লাশ রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় সম্প্রদায়ের জন্য জাপান সরকারের সহায়তা প্রধান বিচারপতির সাথে সংবিধান সংস্কার কমিশনের সৌজন্য সাক্ষাৎ গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা ২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব অভয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আগামী সাত দিনের মধ্যে সম্পদের হিসাব প্রকাশ করা হবে : দুদক চেয়ারম্যান সাবেক কৃষিমন্ত্রীকে আদাল‌তে নেয়ার সময় পু‌লিশভ্যানে ডিম নিক্ষেপ

সকল