মির্জাপুরে বাসচাপায় নিহত ১, আহত ৪
- মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
- ১১ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৩
টাঙ্গাইলের মির্জাপুরে দ্রুতগতির বাসচাপায় অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় অটোরিকশায় থাকা তিন শিশুসহ অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানায়, বিথী (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি মির্জাপুর পৌরসভার বাইমহাটী গ্রামের ময়নাল হকের মেয়ে। এ ঘটনায় আহত অটোরিকশাচালক নয়নসহ তিন শিশুকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে।
স্থানীয় মোটরসাইকেল কারিগর জালাল মিয়া বলেন, ‘দু’টার দিকে একটি বাস অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।’
গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ খান বলেন, ‘আমরা বাসস্ট্যান্ড এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বাসটি আটকের অভিযান চালাচ্ছি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা