টঙ্গিবাড়ীতে আ’ লীগের ৩ নেতা গ্রেফতার
- মুন্সীগঞ্জ প্রতিনিধি
- ১১ ডিসেম্বর ২০২৪, ১৭:১৪
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন উপজেলার যশলং ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, যশলং মহিলা লীগের সভানেত্রী সাহিদা বেগম, সোনারং টঙ্গিবাড়ী ইউনিয়ন স্বচ্ছাসেবক লীগের সভাপতি স্বপন শিকদার।
গ্রেফতার রফিকুল ইসলাম যশলং ইউনিয়ন বাঘিয়া গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে, সাহিদা বেগম যশলং গ্রামের নাসির মালতের স্ত্রী, স্বপন শিকদার টঙ্গিবাড়ী গ্রামের বাশঁবাড়ীর হোসেন শিকদারের ছেলে।
টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, ‘মামলার আসামি হওয়ায় তাদেরকে গ্রেফতার করে বুধবার দুপুরে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা