৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
- রাজবাড়ী প্রতিনিধি
- ১১ ডিসেম্বর ২০২৪, ১০:৫০
কুয়াশা কেটে যাওয়ায় নয় ঘণ্টা পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া এবং ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌ-রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নদী পথে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঝ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, নদীতে ঘন কুয়াশার কারণ নৌ-চ্যানেল মার্ক দৃষ্টির বাইরে চলে গেলে মঙ্গলবার রাত ১২টা ২০ মিনিট থেকে এ নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
কর্তৃপক্ষ আরো জানায়, ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে প্রতি বছর শীত মৌসুমে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় কুয়াশার কারণে ঘাটে চারটি ফেরি যানবাহন লোড করে ঘাটেই নোঙ্গর করে বসে রয়েছে। আর গাড়ী লোড করে ঘাট থেকে ছেড়ে গিয়ে মাঝ নদীতে আটকা পরে আরো তিনটি ফেরি।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকলেও যাত্রী ও যানবাহনের চাপ নেই রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে।
তবে ধারণা করা হচ্ছে, বেলা বাড়ার সাথে যাত্রী ও যানবাহনের চাপ বাড়বে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো: সালাহউদ্দিন বলেন, ‘কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকলেও দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের কোনো চাপ নেই।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা