ছেলেকে হত্যার পরে পুলিশে আত্মসমর্পণ করলেন বাবা
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৬, আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৯
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুলফিয়ার জিহাদ (৬) নামে এক শিশুকে পানিতে ফেলে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন মানসিক বিকারগ্রস্ত এক বাবা।
মঙ্গলবার রাত ৯টার দিকে ঘাতক বাবার দেয়া তথ্য মতে, এশিয়ান হাইওয়ে সড়কের পাশে একটি ডোবা থেকে পুলিশের উপস্থিতিতে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।
ঘাতক বাবা জুবায়ের হাসান হিমেল (৩০) নরসিংদীর সাটির পরা ইউনিয়নের নগরকান্দি গ্রামের হানিফ মিয়ার ছেলে।
ঘাতক বাবা জুবায়ের হাসান হিমেলের স্বীকারোক্তির বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো: মিজান জানান, ঘাতক বাবা জোবায়ের সাথে তার স্ত্রীর দীর্ঘদিন যাবত পারিবারিক কলহ চলে আসছিল। এরই সূত্র ধরে তার স্ত্রী তাকে ফেলে অন্যত্র চলে যায়। পরে ছেলে জুলফিয়ার জিহাদকে নিয়ে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া চলে আসেন। ছেলেকে লালনপালন ও কাজকর্ম নিয়ে জটিলতা তৈরি হওয়ায় মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন তিনি। ছেলেকে বোঝা মনে হওয়ায় গত সোমবার দুপুরে তাকে পানিতে ফেলে হত্যা করে। মঙ্গলবার বিকেলে ৫টার দিকে ভুলতা পুলিশ ফাঁড়িতে এসে নিজেই ছেলেকে হত্যার কথা বলেন।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো: মিজান আরো জানান, খবর শুনে তাৎক্ষণিক ভূলতা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস খবর দিলে, ফায়ার সার্ভিস এসে এশিয়ান হাইওয়ে সড়কের মুন্সি পেট্রোল পাম্পের সামনে একটি জলাবদ্ধ ডোবার মধ্যে কচুরিপানার নিচ থেকে জুলফিয়ার জিহাদের লাশ উদ্ধার করে। ঘাতক বাবাকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা