০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

সাটুরিয়ায় উপজেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার

- ছবি : নয়া দিগন্ত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন মাস্টারকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে আফাজ উদ্দিনের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার তিল্লি ইউনিয়নের পাড় তিল্লী গ্রামের শাহীন খান চলতি বছরের সেপ্টেম্বরে ৩৮ জনকে আসামি করে স্কুলে আগুন ও ভাঙচুরের ঘটনায় মামলা করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন ছাড়াও এর আগে আরো তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

মামলার বাদি শাহীন খান বলেন, ‘বিগত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর থেকে আসামিরা পালিয়ে ছিল এবং বিএনপি নেতা-কর্মীদের প্রাণনাশের হুমকি দেয়। আসামিরা সোমবার সকাল ১১টার দিকে ১৫ আগস্ট দিবস পালনের অজুহাতে এবং দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে দরগ্রাম উচ্চ বিদ্যালয়ের পূর্ব গেটে আগুন ধরিয়ে দিলে বিদ্যালয়ের আংশিক পুড়ে যায়। এ ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের উপর দায় চাপানোর চেষ্টা করে। দরগ্রাম এলাকার সোহানুর রহমান, সোহেল রানা, শ্যামল মিয়াকে নিয়ে বিবাদিদের রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য বলি। এতে তারা উত্তেজিত হয়ে চাপাতি নিয়ে হত্যার উদ্দেশ্যে শ্যামল মিয়ার মাথায় কোপ মারলে মাথার বাম অংশে কোপ লেগে আহত হন। এ ঘটনায় আমরা কয়েকজন আহত হলে সাটুরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হই।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মাবেন্দ্র বালো বলেন, ‘আফাজ উদ্দিনকে এ মামলায় গ্রেফতার করে থানায় রাখা হয়েছে। আইনিপক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।’


আরো সংবাদ



premium cement