কোটালীপাড়ায় উগ্রবাদী ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ
- রনী আহম্মেদ, কোটালীপাড়া (গোপালগঞ্জ)
- ০৪ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৩
গোপালগঞ্জের কোটালীপাড়ায় উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন কোটালীপাড়া উপজেলার ওলামা-মাশায়েখরা।
বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সামনের রাস্তায় বিভিন্ন মুসলিম সংগঠন ও জামাতুল মুজাহিদীন বাংলাদেশের নেতারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
এ সময় উপজেলার বিভিন্ন মাদরাসা, মসজিদ ও বিভিন্ন ইসলামী দলগুলো এ বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।
কোটালীপাড়া ওলামা মাশায়েখের সভাপতি কবিরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন।
সভায় নেতা-কর্মীরা বলেন, ‘উগ্রবাদী সংগঠন ইসকন মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে আমরা তীব্র ক্ষোভ প্রকাশ করছি। ইসকন নেতা চিন্ময়কে দ্রুততম সময়ে ফাঁসি ও উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানান নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, এই উগ্রবাদী সংগঠন আমাদের দেশের প্রশাসনকেও ছাড় দেয়নি। যদি এই সংগঠনকে নিষিদ্ধ করা না হয় তাহলে আমরা আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা