নরসিংদীতে আ’লীগ নেতা নজরুল গ্রেফতার
- শিবপুর (নরসিংদী) সংবাদদাতা
- ০৩ ডিসেম্বর ২০২৪, ১৭:২৮
নরসিংদীর বেলাবতে আওয়ামী লীগ নেতা মো: নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: আফজাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
নজরুল ইসলাম বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।
মো: আফজাল হোসাইন বলেন, ‘শিবপুর মডেল থানায় নজরুল ইসলামের নামে একটি বিস্ফোরক ও হত্যা মামলা রয়েছে। সোমবার রাতে বেলাব থানা পুলিশের সহযোগিতায় তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।’
তিনি বলেন, ‘গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও শিক্ষার্থীসহ চারজন নিহতের ঘটনায় তার নামে মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা