২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সোনারগাঁওয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

সোনারগাঁওয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা -

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে রগ কেটে হত্যা করা হয়েছে এক যুবককে।

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান।

নিহত যুবকের নাম মো: শাহজাহান।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকায় তার বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে আহত করে।

নিহত শাহজাহান উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের আল ইসলামের ছেলে। এ ঘটনায় মঙ্গলবার (৩ ডিসেম্বর) সোনারগাঁও থানায় মামলা প্রক্রিয়াধীন।

নিহতের মা রিনা বেগম জানান, ‘কোরবানপুর গ্রামের মাদককারবারি রাসেল হক পাওনা টাকা ফেরত দেয়ার কথা বলে মোবাইলফোনে শাহজাহানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পাওনা টাকা নিয়ে তাদের দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তাদের বাড়ির সামনে রাসেলের নেতৃত্বে কমল হক, বিজয় ও ইমরানসহ ৮ থেকে ১০ জন তার হাত ও পায়ের রগ কেটে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠিয়ে দেয়। পরে সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় শাজাহান মারা যায়।’

নিহতের বাবা আল ইসলাম বলেন, ‘পুলিশের কাছে তাদের অপকর্মের সাক্ষী দেয়ায় তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে রগ কেটে হত্যা করেছে। তার ছেলের আরিয়ান নামের এক শিশু সন্তান রয়েছে। দেড় বছর আগে আরিয়ানের মা মারা যায়। এ হত্যার বিচার চাই।’

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন রাসেল হকের নেতৃত্বে ওই এলাকায় একটি দল মাদককারবার, জমি দখল থেকে শুরু করে বিভিন্ন অপকর্ম করে আসছিলেন। রাসেলকে একাধিকবার পুলিশ ও র‌্যাব গ্রেফতার করে। পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রাসেল। নিহত শাহজাহান তাদের সাথে জড়িত ছিল। সেই মাদকের টাকার লেনদেন নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়। সেই টাকার জন্যই শাহজাহান খুন হয়।’

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোহাম্মদ বারী বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’


আরো সংবাদ



premium cement
কলকাতার কারাগার থেকে মুক্তি পেলেন পি কে হালদার ৪৪তম বিসিএস-এর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ স্ত্রীসহ বিজিবির সাবেক ডিজি মইনুলকে বিমানবন্দর থেকে ফেরত মিয়ানমারের সাথে সীমান্ত নিরাপত্তার জন্য যা ভালো তাই করবে বাংলাদেশ : মুখপাত্র প্রাণিসম্পদ অধিদফতরের নতুন ডিজি আবু সুফিয়ান রেমিট্যান্সের ডলার সর্বোচ্চ ১২৩ টাকা দরে কেনার নির্দেশ পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ছাত্রশিবির আয়োজিত সায়েন্স ফেস্ট ২০২৪ এর রেজিস্ট্রেশনের সময় শেষ আগামীকাল ভারতে সাজা শেষে দেশে ফিরল ২৬ বাংলাদেশী এশিয়ান ইনডোরে খেলবেন ইমরানুর বগুড়ায় আলোচিত শ্রমিক লীগ নেতা তুফান আবারো গ্রেফতার

সকল