২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সোনারগাঁওয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

সোনারগাঁওয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা -

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে রগ কেটে হত্যা করা হয়েছে এক যুবককে।

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান।

নিহত যুবকের নাম মো: শাহজাহান।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকায় তার বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে আহত করে।

নিহত শাহজাহান উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের আল ইসলামের ছেলে। এ ঘটনায় মঙ্গলবার (৩ ডিসেম্বর) সোনারগাঁও থানায় মামলা প্রক্রিয়াধীন।

নিহতের মা রিনা বেগম জানান, ‘কোরবানপুর গ্রামের মাদককারবারি রাসেল হক পাওনা টাকা ফেরত দেয়ার কথা বলে মোবাইলফোনে শাহজাহানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পাওনা টাকা নিয়ে তাদের দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তাদের বাড়ির সামনে রাসেলের নেতৃত্বে কমল হক, বিজয় ও ইমরানসহ ৮ থেকে ১০ জন তার হাত ও পায়ের রগ কেটে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠিয়ে দেয়। পরে সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় শাজাহান মারা যায়।’

নিহতের বাবা আল ইসলাম বলেন, ‘পুলিশের কাছে তাদের অপকর্মের সাক্ষী দেয়ায় তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে রগ কেটে হত্যা করেছে। তার ছেলের আরিয়ান নামের এক শিশু সন্তান রয়েছে। দেড় বছর আগে আরিয়ানের মা মারা যায়। এ হত্যার বিচার চাই।’

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন রাসেল হকের নেতৃত্বে ওই এলাকায় একটি দল মাদককারবার, জমি দখল থেকে শুরু করে বিভিন্ন অপকর্ম করে আসছিলেন। রাসেলকে একাধিকবার পুলিশ ও র‌্যাব গ্রেফতার করে। পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রাসেল। নিহত শাহজাহান তাদের সাথে জড়িত ছিল। সেই মাদকের টাকার লেনদেন নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়। সেই টাকার জন্যই শাহজাহান খুন হয়।’

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোহাম্মদ বারী বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’


আরো সংবাদ



premium cement
ছেলে আর ফিরবে না জেনেও ‘হালুয়া’ বানিয়ে অপেক্ষায় থাকেন মা জাহাজে ৭ খুনের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি গ্রেফতার মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে আটক করে পুলিশে দিলো ছাত্ররা রাজনীতিতে আ’লীগের আর ফেরা সম্ভব না : ফজলুর রহমান হাইতিতে হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত ৩ দূষিত বাতাসের তালিকায় তৃতীয় ঢাকা পৌষের প্রভাতের আলোয় শীতের জয় খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সবাইকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার ব্যারিস্টার ফুয়াদের ছবি সম্পাদনা করে নয়া দিগন্তের নামে ভুয়া প্রতিবেদন প্রচার পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক এবার ভারত ঘেঁষা মিয়ানমারের চিন রাজ্যের দখল আরাকান আর্মির

সকল