০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ন ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মুন্সিগঞ্জে জমিজমা নিয়ে দ্বন্দ্বে প্রবাসীকে খুন, গ্রেফতার ৩

মুন্সিগঞ্জে জমিজমা নিয়ে দ্বন্দ্বে প্রবাসীকে খুনের ঘটনায় তিনজন গ্রেফতার - ছবি : নয়া দিগন্ত

মুন্সিঞ্জের শ্রীনগরে জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে সিঙ্গাপুর প্রবাসী রমজান মুন্সীকে (৪০) খুন করে হাত-পা বেঁধে বস্তায় ভরে খালে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্তসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) সকালে শ্রীনগর ও রোববার দিবাগত রাতে ঢাকার কমদতলিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন শ্রীনগর দেউলভোগ গ্রামের কানু খানের ছেলে ওয়াসিম খান (৩৮), একই গ্রামের মো: হুমায়ুনের ছেলে মো: রনি (৩৫) ও পূর্ব হরপাড়া গ্রামের মফিজ প্রধানের ছেলে শাহীন প্রধান (৩৬)।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘এ বিষয়ে আগামীকাল প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।’

পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে ঢাকার কদমতলি এলাকায় অভিযান চালিয়ে হত্যার মূল পরিকল্পনাকারী ওয়াসিমকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তির ভিত্তিতে সোমবার সকালে উপজেলার হরপাড়া গ্রামে অভিযান চালিয়ে শাহীন প্রধান ও দেউলভোগ গ্রামে অভিযান চালিয়ে মো: রনিকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত বুধবার (২৭ নভেম্বের) দুপুরে শ্রীনগর উপজেলার গাদিঘাট গ্রামের দেউলভোগ খাল থেকে নিখোঁজ প্রবাসী রমজানের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের সিরাজুল মুন্সীর ছেলে। সোমবার (২৫ নভেম্বর) সকালে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ওই প্রবাসী। পরদিন তার সিঙ্গাপুরে ফিরে যাওয়ার কথা ছিল।

এ ঘটনায় শুক্রবার (২৯ নভেম্বর) নিহতের স্ত্রী নাজমা বেগম শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করেন।


আরো সংবাদ



premium cement
ইসকন বটিকায় সর্বনাশা চক্রান্ত আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলায় ছাত্রশিবিরের নিন্দা ও প্রতিবাদ ফ্যাসিবাদের বিরুদ্ধে এক থাকতে হবে ‘শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য ভারতের প্রচেষ্টার অন্ত নেই’ ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি : মাহমুদুর রহমান দেড় মাস পর কাজে ফিরছে সিলেটের চা শ্রমিকরা আগামী এইচএসসির ফরম পূরণ ২ মার্চ থেকে শুরু ‘নতুন করে ঘুরে দাঁড়াতে চায় পুলিশ’ চাঁদাবাজির অভিযোগে মাধবদীর ওসি তছলিমের স্ট্যান্ড রিলিজ শ্রীলঙ্কায় নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করছে ওয়ালটন জুলাই বিপ্লবোত্তর বিচার বিভাগ মানবাধিকার রক্ষায় বদ্ধ পরিকর : প্রধান বিচারপতি

সকল