০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ন ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মানিকগঞ্জে জামায়াত নেতার ওপর হামলা, গ্রেফতার ১

জামায়াত নেতার ওপরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ - ছবি : নয়া দিগন্ত

ইসকন নিয়ে সর্তক করাকে কেন্দ্র করে ওয়ার্ড জামায়াতের সভাপতি মুহাম্মদ সোলাইমান হোসেনের ওপর হামলার ঘটনায় তাইজুদ্দিন মোল্লা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ এ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া তাইজুদ্দিন মোল্লা আওয়ামী লীগ নেতা ও কৃঞ্চপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।

জানা যায়, রোববার বিকেল সাড়ে ৪টায় তাইজুদ্দিন মোল্লা, তার ছেলে ছাত্রলীগ নেতা রিফাত, সজল, স্বপন, তারেক হোসেনসহ আওয়ামী লীগ-জাসদের ১২ জন মুহাম্মদ সোলাইমান হোসেনের ওপর হামলা চালান। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এ ঘটনায় ওই দিন রাতেই আহত জামায়াত নেতার স্ত্রী তাইজুদ্দিন মোল্লাসহ একই ওয়ার্ডের রিফাত, সজল, তারেক, স্বপন এবং জাসদ নেতা সোলায়মান খানের নাম উল্লেখ করে ও আরো অজ্ঞাত ১০ থেকে ১২ জনের নামে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ জানান, ‘মামলার পরে রাতেই প্রধান আসামি তাইজুদ্দিন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের অভিযান চলছে।’

অন্যদিকে, আজ সোমবার জামায়াত নেতার ওপরে হামলার প্রতিবাদে কৃঞ্চপুর বাজারে ও মানিকগঞ্জ শহরে জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। আসামিদের গ্রেফতারের দাবিতে তারা এ মিছিল করেন।

জেলা শহরে কোর্ট মসজিদ চত্বর থেকে জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মুহাম্মদ কামরুল ইসলামের নেতৃত্বে এ প্রতিবাদ মিছিল শহর প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে পরে শহীদ রফিক চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ নূরুল ইসলাম, জেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ জাকিরুল ইসলাম খান, সদর থানা আমির মুহাম্মদ ফজলুল হক, পৌর আমির মুহাম্মদ হুমায়ুন কবীর, সদর থানা সেক্রেটারি অ্যাডভোকেট সালাহউদ্দিন প্রমুখ।


আরো সংবাদ



premium cement
ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি : মাহমুদুর রহমান দেড় মাস পর কাজে ফিরছে সিলেটের চা শ্রমিকরা আগামী এইচএসসির ফরম পূরণ ২ মার্চ থেকে শুরু ‘নতুন করে ঘুরে দাঁড়াতে চায় পুলিশ’ চাঁদাবাজির অভিযোগে মাধবদীর ওসি তছলিমের স্ট্যান্ড রিলিজ শ্রীলঙ্কায় নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করছে ওয়ালটন জুলাই বিপ্লবোত্তর বিচার বিভাগ মানবাধিকার রক্ষায় বদ্ধ পরিকর : প্রধান বিচারপতি উত্তর গাজা অবরোধের পর অন্তত ৩৭০০ ফিলিস্তিনি নিখোঁজ : মিডিয়া অফিস আমরা সন্ত্রাস, দুর্নীতি ও শোষণমুক্ত বাংলাদেশ চাই : জামায়াত আমির জেএমআই এলপিজি বিজনেস পার্টনার্স মিট অনুষ্ঠিত মমতার বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি হুমকি : মির্জা ফখরুল

সকল