শিবপুরে বাঁশঝাড় থেকে নারীর লাশ উদ্ধার
- শিবপুর (নরসিংদী) সংবাদদাতা
- ০২ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৩
নরসিংদীর শিবপুর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের এক বাঁশঝাড় থেকে এ লাশ উদ্ধার করা হয়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার রাতের কোনো একসময় ওই নারীকে হত্যা করে লাশ বাঁশঝাড়ে ফেলে রেখে যায়। সোমবার সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফজাল হোসেন বলেন, অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা