০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ন ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এক্সপ্রেসওয়েতে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ ‘প্রেমিক’ গ্রেফতার

- ছবি : নয়া দিগন্ত

মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সাহিদা ইসলাম রাফা ওরফে সাহিদা আক্তার (২২) নামের এক নারীকে গুলি করে হত্যার আলোচিত ঘটনায় কথিত প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ভোরে বরিশালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তন্ময় ঢাকার ওয়ারী এলাকার মরহুম শফিক শাহের ছেলে।

মুন্সিগঞ্জের পুলিশ সুপার শামসুল আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত শনিবার সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ে এক নারীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। পরে মোবাইলফোনের সূত্র ধরে ওই নারীর নাম সাহেদা বলে জানা যায়। সাহেদা ময়মনসিংহের কোতোয়ালি থানার মরহুম মোতালেবে হোসেনের মেয়ে। তিনি ঢাকায় ওয়ারী এলাকায় পরিবারের সাথে বসবাস করতেন এবং একটি শিশুকে স্কুলে আনা নেয়ার কাজ করতেন। শুক্রবার রাত ১১টার দিকে প্রেমিক তৌহিদের ফোন পেয়ে তিনি বাসা থেকে বের হয়ে আসে। ভোরে শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় এক্সপ্রেসওয়েতে হাটাহাটি করতে দেখে স্থানীয়রা। পরে সেখান থেকে সাহেদার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ঘটনায় পর দিন রোববার নিহতের মা জরিনা বেগম হত্যা মামলা দায়ের করেন।


আরো সংবাদ



premium cement