আশুলিয়ায় যুবককে কুপিয়ে হত্যা
- আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা
- ০১ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৪
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় ফয়সাল কবির (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার ইউনিক এলাকার একটি শাখা সড়কে দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়িভাবে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।
ফয়সাল ফরিদপুরের নগরকান্দার ধর্মদি দক্ষিনপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে। তিনি আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকায় ভাড়া বাসায় থেকে একটি ট্রান্সপোর্ট অফিসের অফিস সহকারী পদে চাকরি করতেন।
পুলিশ জানায়, সন্ধ্যায় আশুলিয়ার ইউনিক এলাকার একটি শাখা সড়কে অজ্ঞাত পরিচয়ের আট-নয়জন দুর্বৃত্ত এলোপাথাড়িভাবে ফয়সালকে কুপিয়ে জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হ্যাপি জেনারেল হাসপাতাল এবং পরে গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পরে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক একটি সূত্রে জানা গেছে, মাজহারুল হক নামে এক ট্রান্সপোর্ট ব্যবসায়ীর অফিসে অফিস সহকারী পদে চাকরি করতেন। প্রায় ১৫ দিন আগে ওই চাকরি ছেড়ে দেন তিনি।
তবে তার সাথে কারো কোনো শত্রুতাও ছিল কি না তা জানানে পারেনি পরিবারিক সূত্র।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে।
দ্রুত এ হত্যার রহস্য উদঘাটন-পূর্বক অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান ওসি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা