‘ইসকন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে’
- মেহেদুল হাসান আক্কাছ, গোয়ালন্দ (রাজবাড়ী)
- ৩০ নভেম্বর ২০২৪, ১৮:৪৩
ইসকন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে মন্তব্য করে গোয়ালন্দ প্রেস ক্লাবের সামনে ইসকন নিষিদ্ধের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা বলেছেন, ‘উগ্রবাদী সংগঠন ইসকনের কার্যক্রম দেশে সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে।’
শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় গোয়ালন্দ বাজার প্রধান সড়কের অবস্থিত গোয়ালন্দ প্রেস ক্লাবের সামনে তৌহিদি জনতা এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা জালাল উদ্দিন প্রামানিক, গোয়ালন্দ উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হাফেজ আবু সাঈদ, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের ধর্মীয় সম্পাদক হাফেজ আব্দুল আলিম, উজানচর ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি মুফতি আব্দুল আজিজ, দেবগ্রাম ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি হাফেজ আব্দুল মালেক, উজানচর মাদরাসার মুহতামিম মুফতি জহিরুল ইসলাম, দৌলতদিয়ার হাফেজ মাওলানা সাখাওয়াত হোসেন, হাফেজ তায়েব, গোয়ালন্দের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক শাহারিয়ার সজীব, মুফতি শামসুল হুদা।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, ‘অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যা একটি পরিকল্পিত অপরাধ। অবিলম্বে আলিফ হত্যার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা