৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘মানুষকে ভালোবাসা দিয়ে ভোট আদায় করতে হবে’

সোনারগাঁওয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও গণসংযোগ - ছবি : নয়া দিগন্ত

মানুষকে ভালোবাসা দিয়ে আগামী সংসদ নির্বাচনে বিএনপির ভোট আদায় করতে হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। তিনি বলেন, দীর্ঘ দিন ধরে মানুষ নির্বাচনে ভোটের অধিকার বঞ্চিত হয়ে আছে। স্বৈরাচার আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার হরণ করেছে। এবার মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পাবে। প্রত্যেক নেতাকর্মীদের মধ্যে বিজয়ের আত্মবিশ্বাস থাকা ভালো। অতি আত্মবিশ্বাসী হয়ে নিজেদের জনগণ থেকে বিচ্ছিন্ন রাখবেন না।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ, গণসংযোগ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেন, ‘রাজনীতি আমি সোজাভাবে বুঝি। কাউকে ভালোবাসা দিলে সেটা ফিরে পাওয়া যায়। মানুষের বিপদে পাশে থাকলে তারাও আমার পাশে থাকবে।’

তিনি বলেন, ‘বর্তমানে দেশে ইসকন নামের একটি সংগঠন আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশ অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। চট্টগ্রামের এক আইনজীবিকে হত্যা করেছে। শিগগিরই ইসকনকে নিষিদ্ধ করা হোক।’

বিএনপি নেতা হাজী মুহাম্মদ আব্দুল কইয়ুমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাবু, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী পিয়ার হোসেন নয়ন প্রমুখ।

এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করুন : ইলিয়াস কাঞ্চন ইমরান খানের মুক্তির আন্দোলনে বুশরা বিবির রহস্যময় নেতৃত্ব গাজীপুরে দুই বাসে আগুন দিলো পোশাকশ্রমিকরা ব্যবসায়ীদের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানালেন ফাওজুল হাসিনা দিল্লিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন : জাতীয় নাগরিক কমিটি ডেঙ্গুতে আরো ৩ মৃত্যু, হাসপাতালে ৬৭৫ চিরিরবন্দরে কিশোরীর আত্মহত্যা শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে আবেদন চেয়েছে রংপুর জেলা প্রশাসন ‘শিক্ষানীতি শুধু সংস্কার নয় আলাদা কমিশন গঠন করতে হবে’ ইসকনের ব্যানারে সাম্প্রদায়িক দাঙ্গার পাঁয়তারা আওয়ামী দোসরদের : সাকি শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার রেকর্ড রানের জয়

সকল